Saturday, May 7, 2016

মাতৃভাষা মাতৃদুগ্ধ

সেই  কবে ছোটবেলায় শিখেছিলাম মাতৃভাষা মাতৃদুগ্ধ।আমাদের জীবনে সেটা যে নিদারুন হয়ে নেমে আসবে তা কে জানতো।

আমরা বোধয় তখন ক্লাস থ্রী তে পড়ি।  হঠাত শোনা গেল যে বামফ্রন্ট সরকার ঠিক করেছে যে বাঙালির আর ছোটবেলায় ইংরেজি শেখার দরকার নেই। ইংরেজি বেশি শিখলে  বিপ্লব এর কিছু অসুবিধা হতে পারে মনে হয় ! যদিও আমরা পরে দেখেছি কমরেড দের ছেলে মেয়েরা ইংলিশ মিডিয়াম এই পড়েছে বেশি - যাই হোক সে সব অপ্রাসঙ্গিক কথা পেড়ে এখন লাভ নেই !!

হঠাত ইংরেজি তা বন্ধ হয়ে যাওয়াতে যারা শুধু স্কুল এর উপর নির্ভরশীল ছিল সেই সব ছেলে মেয়েদের হলো মুশকিল।  ক্লাস সিক্স থেকে আবার A , B , C , D  শুরু করলে যা হয় আর কি - আমরা সব খুব বড় বড় পন্ডিত তৈরী হলাম। তাও তো আমাদের কিছুটা পড়া ছিল ক্লাস থ্রী অবধি - যাহোক কিছু টা শিখেছিলাম , যারা একেবারে ক্লাস সিক্স এ শুরু করলো তাদের কি অবস্থা হয়েছিল ভাবতে চাই না!!

যাই হোক যেটা বলার জন্যে এত ভনিতা সেটাতে আসি। ক্লাস সিক্স থেকে যে ইংলিশ সুরু হলো তাতে ভাইভা থাকত ৪০ নম্বর।  ক্লাস সেভেন এ গিয়ে সেটা হয়ে যেত ৩০ নম্বর।  এভাবে কমতে কমতে কমতে মাধ্যমিক দিতাম পুরো ১০০ নম্বর এ (নাকি ভাইভা থাকত ১০ নম্বর এর? ভাবছিলাম ২৫ বছর আগে মাধ্যমিক পাস করেছিলাম, ভাবা যায় !!).

তা সেটা হলো ক্লাস সেভেন এর কথা - বোধয় ফাইনাল পরীক্ষা চলছে।  কোন স্যার ছিলেন সেটা আর মনে পড়ে না এখন।  বোধয় দীপঙ্কর ছিল ছাত্র।  পরীক্ষা তে যতদুর মনে পড়ে নানা রকম সহজ নির্দেশাবলী থাকত।  তা বেশ কিছু একেবারে সহজ তোমার নাম কি টাইপ এর প্রশ্ন হবার পর একটু কঠিন নির্দেশ এলো - laugh . অর্থাৎ হাসো।  তা বিপ্লব বিরাট একটি উল্লম্ফন অর্থাৎ লিটেরালি লাফ দিয়ে প্লাটফর্ম থেকে ক্লাসরুম এর মেঝেতে এসে পড়ল। সকলে তো বুঝতেই পারছে না কি হলো কিনতু স্যার নিশ্চই মনে মনে ভাবছিলেন, কোথায় এসে পড়লাম।  আমার তো ছাত্র দের পড়াবার কথা - কিন্তু গাধা পিটিয়ে মানুষ করা কি আমার জব ডেসক্রিপশন এ ছিল?

যাই হোক তারপর অনেক পথ পেরিয়ে এসেছি সকলেই আজ কম বেশি প্রতিষ্ঠিত কিন্তু আমি জানি না কেউ এই ঘটনা মনে রেখেছে কিনা!!





First class flight, yeh dil maange more!! Bollei holo??

উপেন্দ্র বললো "কি রে , হিন্দু মিল কি তোর না হলেই নয় ?" তা এই মাঝরাতে এই কূট প্রশ্নের জন্যে মোটেও প্রস্তুত ছিলাম না।  একি ভনিতা! ...